বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ইসলামপুর সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাবাষির্কী

ইসলামপুর সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাবাষির্কী

ইসলামপুর সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাবাষির্কী

জামালপুর, ২৫ অক্টোবর, এবিনিউজ : জেলার ইসলামপুর উপজেলার সাংস্কৃতিক পরিষদের ৮ম প্রতিষ্ঠাতা বার্ষির্কী সোমবার রাতে অনুষ্ঠিত হয়। থানা মোড়ের বটতলা চত্বরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-সংগঠনের সভাপতি প্রীতুষ চন্দ্র সেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফরিদুল হক খান দুলাল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান, নাট্যকার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল্লাহ ফারাজী, জেলা পরিষদের সদস্য নাঈম রহমান আফরোজা আজাদ তানিয়া, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন,ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন স্বাধীন, ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, প্যানেল মেয়র অংকন কর্মকার, যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু, জিয়াউল হক সরকার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহানারা পারভীন পুঁথি ও ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য আক্রাম হোসেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত