![ইসলামপুরে বেবি এমপি’র গণসংযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/25/baby-mp_107153.jpg)
জামালপুর, ২৫ অক্টোবর, এবিনিউজ : জামালপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার মাহজাবীন খালেদ বেবী এমপি ইসলামপুরে বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রেখেছেন। পার্থশী ইউনিয়নের হাড়িয়াবাড়ী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গেলে এলাকাবাসি বেবিকে উষ্ণ অভিনন্দন জানান। এ সময় প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান পদ্ধতি এবং ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেন। দু’দিন ব্যাপী গণসংযোগকালে বেলগাছা ও কুলকান্দী ইউনিয়নে কাছিমা, ধনতলা, বেড়েগ্রাম, ফকিরপাড়া, গোয়ালের ডোবা, বেলগাছা ও বরুল বিভিন্ন গ্রামে গনসংযোগ ও উঠান বৈঠক করেন। এ সময় তিনি সরকারের বিভিন্ন কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরেন। বেনি বিভিন্ন এলাকায় মসজিদ মাদ্রাসা মন্দির শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি আগামী নির্বাচনে জামালপুর-২, ইসলামপুর আসনে তিনি সরাসরি ভোটে অংশ গ্রহন করার কথা ব্যক্ত করেন। গনসংযোগে সফর সঙ্গী ছিলেন নারায়ন মোদক, স্বেচ্ছা সেবক লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম, যুব নেতা আল আমীন এজেল, আমিরুল ইসলাম,ফরিদ উদ্দিন,জাহিদ হাসান টিপু,পান্না শেখ, সাবেক ছাত্র লীগের প্রচার সম্পাদক মোবারক হোসেন, প্রভাষক সোহেলা রানা, শহিদুল্লাহ, আওয়ামীলীগের অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।
এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর