বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লক্ষ্মীপুরে শ্বশুর বাড়ীতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু : প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরে শ্বশুর বাড়ীতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু : প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুরে শ্বশুর বাড়ীতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু : প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুর, ২৫ অক্টোবর, এবিনিউজ : লক্ষ্মীপুরে শ্বশুর বাড়ীতে জামাইয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে হত্যা দাবী করে আজ সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

পৌর এলাকার সাহাপুর ও পাশ্ববর্তী গ্রাম পার্বতী নগরে এসব কর্মসুচি পালন করা হয়। আব্দুল মালেক মানিক তার শশুর পক্ষের কাছে জমা রাখা ৪ লাখ টাকা চাইলে শশুর বাড়ীর লোকজন তা না দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। একই সঙ্গে স্ত্রীর পরকীয়ার কথাও জানান এলাকাবাসী।

ঘটনার পর থেকে মানিকের শশুর জাহাঙ্গীর, ৪ শালা ও স্ত্রী শাহনাজ পলাতক থাকায় তাদের গ্রেফতার ও বিচার দাবীতে স্থানীয়রা এসব কর্মসুচি পালন করে বলে জানায়।

নিহত আব্দুল মালেক পৌর শহরের বাঞ্চানগরের সাহাপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার মাহিদ নামের আড়াই বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।

প্রসঙ্গত: গত ১৭ অক্টোবর সন্ধ্যা ৭ টায় সদর উপজেলার পার্বতী নগর গ্রামের ফজুমিয়া ব্যাপারী বাড়ীতে ( নিহত মালেকের শশুর বাড়ী) আব্দুল মালেক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে শশুর বাড়ীর লোকজন। খবর পেয়ে মালেককে তার পরিবারের লোকজন ওই বাড়ী থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ঘটনার পর স্ত্রীসহ শশুর বাড়ীর লোকজন পালিয়ে যায়। পরে পুলিশ সুরত হাল রিপোর্ট করে নিহতের বাবার স্বাক্ষর নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে ওই সময়ে শশুর বাড়ীর কেউ ছিলনা বলে স্থানীয়রা জানায়।

এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত