![হোসেনপুরে নকল ফুড এন্ড বেভারেজ কারখানায় অভিযান, গ্রেফতার ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/25/kisorgoang_abnews24_107258.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ২৫ অক্টোবর, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুরে একটি নকল ফুড এন্ড বেভারেজ কারখানায় অভিযান চালিয়ে এর মালিক সাইদুজ্জামান খানকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। এসময় কারখানার মালামালসহ নকল পানীয় জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার দিনগত রাতে হোসেনপুর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া এলাকায় মেসার্স খান ফুড এন্ড বেভারেজ নামীয় কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল উদ্দিন।
স্থানীয়রা জানান, হোসেনপুর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মধ্য আড়াইবাড়িয়া এলাকায় মেসার্স খান ফুড এন্ড বেভারেজ কারখানায় নকল ও নিম্নমানের পানীয় পন্য তৈরি করে আসছিলেন সাইদুজ্জামান খান ও তার ভাই বোরহান উদ্দিন খান। দীর্ঘদিন ধরে কারখানায় উৎপাদিত নকল ও ভেজালযৌন উত্তেজক পানীয় (ডবল হর্স ফিলিংস, অ্যাকটিভ এনার্জি ড্রিংক, লাভ ফর এভার, ১০০% লাভ এনার্জি ড্রিংক) ও ফ্রুটি ও লিচি নামীয় শিশুদের পানীয় ড্রিংকস বাজারজাত করা হয়। এসব পানীয় স্বাস্থ্য সম্মত নয় এমন খবরের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হোসেন জানান, গ্রেফতারকৃত সাইদুজ্জামান খানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/উজ্জল সরকার/জসিম/রাজ্জাক