বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কোটালীপাড়ায় অনিয়মের অভিযোগে দফতরি নিয়োগ স্থগিত

কোটালীপাড়ায় অনিয়মের অভিযোগে দফতরি নিয়োগ স্থগিত

কোটালীপাড়ায় অনিয়মের অভিযোগে দফতরি নিয়োগ স্থগিত

গোপালগঞ্জ, ২৬ অক্টোবর, এবিনিউজ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ে দফতরি নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে ম্যানেজিং কমিটি। মঙ্গলবার (২২ অক্টোবর) ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জানা গেছে, পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ে ১ জন দফতরি নিয়োগের জন্য ২৫ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে ১২ জন প্রার্থী আবেদন করে। এদের মধ্যে থেকে ১০ জন প্রার্থী ২০ অক্টোবর নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। এই ১০ জন প্রার্থীর মধ্যে থেকে সভাপতি তার পরিচিত আজগর আলী বিশ্বাস নামে এক প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য ৩ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর পর তড়িঘড়ি করে ম্যানেজিং কমিটি সভা ডেকে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে।

আজগর আলী বিশ্বাস বলেন, আমার সঙ্গে সভাপতি মোস্তফা বিশ্বাসের ৩ লাখ টাকায় চুক্তি হয়েছে। আমি ২ লাখ টাকা অগ্রিম দিয়েছি। ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা বিশ্বাস বলেন, কোনো ধরণের আর্থিক লেনদেন হয়নি। একটি বিশেষ কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত