![কাউখালীতে তরুনীদের সাথে মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/26/kaukhal-pk-26-mohila_107361.jpg)
কাউখালী, ২৬ অক্টোবর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে কাউখালী মহিলা কলেজে তরুনীদের সাথে সাংগঠনিক মাস ১৭ পালন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখায় সভাপতি, সুনন্দা সমাদ্দার।
সভায় বক্তব্য দেন, কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, প্রভাষক পরিতোষ মন্ডল, বদরুন নাহার, কুমকুম ভট্টচার্য্য, মহিলা পরিষদ কাউখালী জেলা শাখার সাধারন সম্পাদক, শাহীদা হক এবং ছাত্রীদের পক্ষ থেকে লিজা আক্তর। উপস্থিত ছিল ৬০ জন ছাত্রী। প্রতিপাদ্য বিষয় ছিলঃ “সকল শ্রেণী পেশার নারীদের যুক্ত করি, অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ে তুলি”।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক