শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শিবপুরে পৌর স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমাবেশ

শিবপুরে পৌর স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমাবেশ

শিবপুর (নরসিংদী), ২৬ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয় মাঠ প্রঙ্গণে গতকাল বুধবার বিকাল ৫টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের শিবপুর পৌরসভা শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় এমপি সিরাজুল ইসলাম মোল্লা তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন জনগনের সামনে তুলে ধরতে হবে। আগামী দুই মাসের মধ্যে শিবপুর উপজেলায় ৫০ কি:মি: পাকা রাস্তার সংস্কার কাজ শেষ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: সজিব মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এ.কে নাসিম আহম্মেদ হিরণ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফেজ আহম্মেদ সরকার, সাধারণ সম্পাদক মো: শাহিন মিয়াসহ আওয়ামীলী, যুবলীগ,ছাত্রলীগ, স্বোচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: খোকন মোল্লা।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত