লক্ষ্মীপুর, ২৬ অক্টোবর, এবিনিউজ : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পূর্ব দরবেশপুর গ্রামের সাদার বাড়ী সংলগ্ন ডোবা থেকে জহিরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগীতায় তার লাশ উদ্ধার করে।
সে দরবেশপুর গ্রামের ছৈয়াল বাড়ীর মৃত মনির হোসেনের ছেলে ও ডেকোরেশনের কর্মী। লক্ষ্মীপুর পুলিশের এসপি সার্কেল পংকজ কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জহিরুল ইসলামের পরিবার ও গ্রামের কিছু লোকের দাবী জহিরুল ইসলামকে পরিকল্পিত ভাবে হত্যা করে ডোবা পেলে দিয়ে চুরির নাটক সাজানো হয়েছে।
গ্রামের অপরপক্ষের লোকের দাবী জহিরুল ইসলাম পেশাগত ভাবে চোর, চুরি করে পালাতে গিয়ে ডোবায় পড়ে মারা যায়।
সাদার বাড়ীর স্থানীয় লোকজন জানান, উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের ইউনিয়নের আলীপুর গ্রামের সাদার বাড়ীতে গতকাল রাত ২টা জহিরুল ইসলাম গেলে ওই বাড়ি লোকজন চোর বলে চিৎকার দিলে জহির বাড়ির উত্তর পাশে একটি কচুরি পানা ভরা একটি ডোবায় লাফ দেয়। এ সময় চিৎকার শুনে গ্রামের শত শত লোক ডোবাটি ঘিরে ফেলে এবং নৌকা দিয়ে খোজ করতে থাকে। পরবর্তিতে তাকে খোঁজে পাওয়া যায়নি।
গ্রামবাসী আরো জানান, জহির একজন পেশাদার চোর ছিল । উক্ত ঘটনার ২য় দিনে আজ জহিরের পরিবার ও পুলিশের সহযোগিতায় ওই ডোবা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
জহিরুল ইসলামের ভাই মোঃ হারুনুর রশিদ ও বোন মুক্তা আক্তার সাথী জানান, জহিরকে এলাকার কিছু লোক পরিকল্পিত ভাবে হত্যা করে চুরির নাটক সাজিয়েছে।এ ব্যাপারে তারা হত্যা মামলা করবে। তার ভাই চোর ছিল না।থানায় তার বিরুদ্ধে চুরিসহ কোন মামলা নাই।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোতা মিয়া জানান, আমরা লাশ উদ্ধার করেছি। তদন্ত চলছে, তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার (সার্কেল) পঙ্কজ কুমার দে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক