![চিতলমারীর এক স্কুল শিক্ষকের বাড়িতে চুরি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/26/churi_107385.jpg)
বাগেরহাট, ২৬ অক্টোবর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারী এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অর্জুন রায়ের (বিপিএড) বাড়িতে খাবারে চেতনা নাশক প্রয়োগ করে চুরি সংগঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে তার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সামন্তগাতী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় চোরেরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা অচেতন অবস্থায় শিক্ষক অর্জুন রায় (৫৯), তার স্ত্রী পুষ্প রায় (৪৬), কন্যা পূজা রায়, পুত্র অনিরুদ্ধ রায় (৭) কে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে।
এবিএন/এস এস সাগর/জসিম/রাজ্জাক