বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইন্দুরকানীতে ২ মাস পর নতুন ইউএনও

ইন্দুরকানীতে ২ মাস পর নতুন ইউএনও

ইন্দুরকানী (পিরোজপুর), ২৬ অক্টোবর, এবিনিউজ : ইন্দুরকানীতে ২ মাস পর নতুন ইউএনও যোগদান করেছেন। গতকাল বুধবার পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে রাজিব আহম্মেদ পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে আজ বৃহস্পতিবার তার নিজ কর্মস্থল ইন্দুরকানীতে অফিস করেন।

তিনি সিনিয়র সহকারি সচিব প্রশাসন ক্যাডার ২৭ ব্যাচের সদস্য হিসাবে ২ বছর জাপানে জাপানিজ গ্রান্ট ফর হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট স্কলারশিপ (জেডিএস) প্রশিক্ষক শেষে বাংলাদেশে ফেরেন।

পটুয়াখালীর বাউফল উপজেলায় তার নিজ বাড়ি। তিনি যোগদান করায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ, স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

নতুন ইউএনও এ উপজেলাকে একটি সুন্দর উপজেলা গড়ার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। এর ২ মাস আগে এ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলী হয়ে গেলে তার পদটি শূন্য হলে পিরোজপুর সদর উপজেলার ইউএনও মোহাম্মদ জামাল হোসেন অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

এবিএন/নাঈম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত