ফেনী, ২৬ অক্টোবর, এবিনিউজ : ফেনী জেলা কারাগারে অতিরিক্ত মাদক সেবনের কারনে অসুস্থ্য হয়ে তাপস সরকার নামে ১৫ মাসের সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে মৃত্যুবরনকারী বন্দি কারাগারে প্রবেশের পূর্বে ইসলাম ধর্ম গ্রহন করে নুরুল ইসলাম নাম ধারন করে বলে মামলার নথি সুত্রে জানা গেছে।
মামলার নথিতে তার ঠিকানা নুর ইসলাম,পূর্ব বিজয় সিংহ ফেনী ও তাপস সরকার পিতা- নারায়ন দাস,উত্তর চাঁদপুর,লেমুয়া,ফেনী উল্লেখ রয়েছে।বন্দি মৃত্যুর ঘটনায় কারা কর্তৃপক্ষ ফেনী মড়েল থানায় মামলা দায়ের করেছে।
ফেনী জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানিয়েছেন,মাদক মামলায় সাজাপ্রাপ্ত বন্দি তাপস সরকার বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হলে কর্তব্যরত ডাক্তার ৭.৪০ মিনিটে মৃত ঘোষনা করে।ডাক্তার তার মৃত্যুর কারন হ্নদরোগ আক্রান্ত বলে উল্লেখ করেছেন।
তবে ফেনী কারাগারের নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে প্রবেশের পর থেকে নুর ইসলাম বিভিন্ন উপায়ে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে বেআইনি মাদক সেবনের সাথে জড়িয়ে পড়ে।গত কয়েক দিন সে অতিরিক্ত মাদক গ্রহনের কারনে বৃহস্পতিবার দুপুরে সে গুরতর অসুস্থ্য হয়ে পড়ে।
কারা হাসপাতালের ফার্মাসিষ্ট তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করলেও অবস্থার অবনতি হয়ে নুর ইসলাম সন্ধ্যায় কারাগারে মৃত্যুর কোলে ঢলে পড়ে।দায় এড়াতে মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ মৃত নুর ইসলাম কে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরন করে।সুত্রটি নুর ইসলামের চিকিৎিসার অবহেলা জনিত মৃত্যুর জন্য জেলার শংকর মজুমদার কে দায়ী করে।
ফেনী আধুনিক সদর হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন,নুর ইসলাম কে কারাগার থেকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।শারিরীক পরীক্ষার পর কর্তব্যরত ডাক্তার শুধু তাকে মৃত ঘোষনা করে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কর্মরত ডাক্তার জানিয়েছেন,প্রভাবশালী মহলের তবদিরের কারনে উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মৃত বন্দিকে হাসপাতালে ভর্তির নাটক মঞ্চস্থ করতে হয়েছে।
তবে এ ধরনের অভিযোগ প্রত্যাক্ষান করে জেল সুপার জানিয়েছেন,ডাক্তার মৃত্যু সনদে মৃত্যুর কারন উল্লেখ করেছেন।বৃহস্পতিবার মৃত বন্দির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।কি কারনে মৃত্যু হয়েছে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারন জানা যাবে।
এদিকে মৃত বন্দির ধর্ম পরিচয় শনাক্তে কারা কর্তৃপক্ষকে যথেষ্ট বেগ পেতে হয়েছে।মৃত্যুর পর মামলার নথিতে নুর ইসলামের দেওয়া ঠিকানা অনুযায়ী প্রথমে কারা কর্তৃপক্ষ ফেনী সদরের বিজয় সিংহ গ্রামে খোজ নিয়েও তার কোন স্বজনের সন্ধান না পেয়ে অপর ঠিকানা ফেনী সদরের লেমুয়া ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে তার স্বজনদের সন্ধান পায়।
তার স্বজনেরা জানিয়েছে সে ইসলাম ধর্ম গ্রহন করেনি।স্থানীয় চেয়ারম্যান নাসিম বলেন,তাপস সরকার ইসলাম ধর্ম গ্রহন করেছে কিনা সেটা আমার জানা নেই।তবে তাপসের বোন,সৎ মা ও চাচা বলেছে সে ইসলাম ধর্ম গ্রহন করেনি।চেয়ারম্যান নাসিম আরও জানান,তাপস এলাকার চিহ্নিত মাদকাসক্ত ছিলো।সুবিধা আদায়ের জন্য সে বিভিন্ন ইসলাম ধর্ম গ্রহনের কথা বল্লেও বাস্তবে তার কোন প্রমান পাওয়া যায়নি।
মৃত বন্দির মৃত দেহ কার কাছে হস্তান্তর করা হবে জানতে চাওয়া হলে জেল সুপার রফিকুল কাদের বলেন,তার প্রকৃত স্বজনদের সন্ধান পাওয়া গেছে।সে যে ইসলাম ধর্ম গ্রহন করেছে তার কোন প্রমান আমাদের কাছে নেই বিধায় আমরা তাকে হিন্দু হিসেবে তার মৃত দেহ স্বজনদের কাছে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে হস্তান্তর করেছি।বিষয়টি জেলা প্রশাসক মনোজ কুমার রায়কে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে প্রতিবেদক জেলা প্রশাসকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জেল সুপারের বক্তব্যের সত্যতা নিশ্চিত করেন। এদিকে মৃত বন্দি ইসলাম ধর্ম গ্রহন করেছে তার কোন প্রমান নেই বলে মৃত দেহ তড়িগড়ি করে দাফনের পরিবর্তে সৎকারের জন্য হিন্দু স্বজনদের কাছে হস্তান্তর করাকে কারাগারে অতিরিক্ত মাদক গ্রহনের কারনে অসুস্থ্য হয়ে চিকিৎসা অবহেলায় মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা কিনা সে প্রশ্ন সামনে চলে এসেছে।
এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/রাজ্জাক