![সাভারে বাসচাপায় নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/27/savar-road-crash_107504.jpg)
সাভার, ২৭ অক্টোবর, এবিনিউজ : ঢাকার সাভারে বাসচাপায় টাইলস কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উলাইল বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিয়ার রহমান (৪৮) গেন্ডা এলাকার মধুমতী টাইলস কারখানায় কাজ করতেন।
জানা গেছে, সকালে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। পথে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচ তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবিএন/জনি/জসিম/জেডি