![দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে : চীফ হুইপ আ,স,ম ফিরোজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/27/baufal-map_107529.jpg)
বাউফল (পটুয়াখালী), ২৭ অক্টোবর, এবিনিউজ : পটুয়াখালীর জেলা আওয়ামীলীগের এক নম্বর সদস্য, বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ বলেছেন, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসেবে গড়ে তোলার জন্য জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে । জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে দেশ পরিচালনা করছে তার সুযোগ্য কন্যা। দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে।
তিনি বলেন, আর কিছু দিনের মধ্যেই এই দেশে মাত্র দশ হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যাবে। আওয়ামীলীগ সাধারন মানুষের জন্য রাজনীতি করে, মানুষকে দারিদ্র মুক্ত করাই আওয়ামীলীগ সরকারের লক্ষ্য, তিনি বলেন,চিকিৎসা সেবা প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষের দৌরগোড়ায় পৌছে দিতে বর্তমান সরকার গ্রামীন কমিউনিটি ক্লিনিকগুলো চালু এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করতে জননেত্রেী শেখ হাসিনার সরকার ২০১৬ সালে মোবাইল ফোনে কলরেট কমিয়েছে, কর্মসংস্থানের জন্য সরকার নতুন,নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে ।
উন্নয়নের সার্থে আওয়ামীলীগকে বার,বার রাষ্ট্রিয় ক্ষমতায় আসতে হবে , আর আগামীতেও আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আওয়ামীলীগের অর্জন ও উন্নয়নের চিত্র সাধারন মানুষের মধ্যে তুলে ধরে তা প্রচারের আহবান জানান ।
আজ দুপুরে উপজেলা আওয়ামীলীগের জনতা ভবন দলীয় কার্যালয় উপজেলা আওয়ামীলীগের সহ:সভাপতি শামসুর আলম মিয়ার সভাপতিত্বে আওয়ামীলীগের কর্মীর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত থেকে নেতা কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন ।
সভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মোতালেব হাং,ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, চেয়ারম্যান মনির হোসেন মোল্লা, আনেয়ার হোসেন বাচ্চু,গোলাম কিবরিয়া পান্নু,সহ প্রমুখ ।
এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/রাজ্জাক