শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পাটুরিয়া ‌দৌলত‌দিয়া ঘাটে পারের অপেক্ষায় হাজা‌র যানবাহন

পাটুরিয়া ‌দৌলত‌দিয়া ঘাটে পারের অপেক্ষায় হাজা‌র যানবাহন

পাটুরিয়া ‌দৌলত‌দিয়া ঘাটে পারের অপেক্ষায় হাজা‌র যানবাহন

মা‌নিকগঞ্জ, ২৭ অক্টোবর, এবিনিউজ : রাজধানীর সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটু‌রিয়া দৌলত‌দিয়া নৌ রুট। ফেরি সংকট ও বন্ধের দিন থাকায় যানবাহনের বাড়তি চাপের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে পাটুরিয়া ও দৌলত‌দিয়া উভয় ঘাটে শুক্রবার দুপুরের পর থেকে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ ৪ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্ট হয়েছে।

যাত্রীবাহী পরিবহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় বেশি বিপাকে পড়েছেন পণ্যবাহী পরিবহন গুলোর চালক ও শ্রমিকরা। পাটুরিয়া ফেরিঘাট এলাকার ট্রাক টার্মিনাল দু’টি পণ্যবাহী ট্রাকে পরিপূর্ণ হয়ে যাওয়ায় উথূলী ইন্টার সেকশনের রাস্তায় আটকে রাখা হচ্ছে এসব ট্রাকগুলোকে।

পাটুরিয়া ফেরিঘাট এলাকা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানায়, প্রয়োজনের তুলনায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির সংকট রয়েছে। যে কারণে যানবাহনের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এ ছাড়া যানবাহন পারাপারের জন্য যে ফেরিগুলো রয়েছে সেগুলোও লক্কর-ঝক্কর হওয়ার কারণেই এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পাটুরিয়া ঘাট ট্রাফিক পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন জানায়, দুপুরের পর থেকেই পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের লম্বা লাইন জমতে শুরু করে। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ২ শতাধিক বাস ও ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলে মোট ১৬টি ফেরি রয়েছে। এর মধ্যে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে নৌরুটে চলাচল করছে ১২ থেকে ১৩টি ফেরি। যে কারণে সময় বাড়ার সঙ্গে যানবাহনের লাইনও দীর্ঘ হচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক ও দেড় শতাধিক যাত্রীবাহী বাস নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। তবে সময় বাড়ার সঙ্গে যানবাহনের এ লাইনও দীর্ঘ হচ্ছে বলে জানায় তিনি।

ফেরি স্বল্পতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকা মিলে প্রায় ১ হাজার যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে। এতে এসব যানবাহনের যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। বিআইডাব্লিউটিসি, পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহীদ্দিন রাসেল জানায়, শুক্রবার বন্ধের দিন থাকায় যানবাহনের বাড়তি চাপের কারনে দুপুরের পর থেকে এ ঘাটে পারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এছাড়া দফায় দফায় ফেরি বিকল হওয়ার কারণে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের সহকারী প্রকৌশলী সুবল চন্দ্র জানায়, পাটুরিয়া ঘাটের কাছে ড্রেজিং করার কারণে ফেরি ভিড়তে সময় লাগছে। এতে স্বাভাবিক ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে।

এবিএন/‌মো: সো‌হেল রানা খান/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত