শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শিবপুরে কালিমান্দিয়া তৃষা কামিনীতলা সড়কের উদ্বোধন

শিবপুরে কালিমান্দিয়া তৃষা কামিনীতলা সড়কের উদ্বোধন

শিবপুরে কালিমান্দিয়া তৃষা কামিনীতলা সড়কের উদ্বোধন

শিবপুর (নরসিংদী), ২৭ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলার আইযুবপুর ইউনিয়নের কালিমান্দিয়া তৃষা কামিনীতলা কালিমন্দিরের সড়কের আজ শুক্রবার সকাল ১১টায় তৃষা বাজার মোড়ে শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইযুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান সরকার, এডভোকেট আব্দুল বাছেদ, ইউপি সদস্য মো: মোর্শেদ মিয়াসহ স্থানীয় এলাকাবাসী ও আওয়ামীলীগের সকল অংঙ্গসংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত