![কাউখালীতে সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/27/kaukhali-pk-27-m_107575.jpg)
কাউখালী, ২৭ অক্টোবর, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে সাংগঠনিক পক্ষ ১৭ পালন উপলক্ষে আজ শুক্রবার সকালে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে কর্মী ও সংগঠকদের নিয়ে এক সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার।
প্রশিক্ষনে সঞ্চালক ছিলেন সাংগঠনিক সম্পাদক মিনতী মজুমদার। প্রশিক্ষক ছিলেন জেলা শাখার সাধারন সম্পাদক শাহীদা হক, প্রশিক্ষন সম্পাদক প্রভাতী মৃধা এবং লিগ্যাল এইড সম্পাদক, ফরিদা ইয়াসমিন। প্রশিক্ষনের বিষয় ছিল সংগঠনের ঘোষনাপত্র ও গঠনতন্ত্র, সংগঠন সংহতকরনে কর্মী, সংগঠকের ভূমিকা, তরুন সংগঠকদের ভ’মিকা এবং সিড ও সনদ। প্রশিক্ষণে ৫০ জন উপস্থিত ছিলেন।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/রাজ্জাক