![শিবপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের যৌথ কর্মী সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/27/dsc_0135-copy_107594.jpg)
শিবপুর (নরসিংদী), ২৭ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডের আওয়ামীলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের যৌথ আয়োজনে কর্মী সমাবেশ আজ শুক্রবার বিকাল ৪টায় কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন হাসপাতাল মাঠ প্রঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বিণয় কৃষ্ণ গোস্বমী সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানের উদ্বোধন করেন পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জাকারিয়া।
প্রধান বক্তা ছিলেন উপজেলা আওামীলীগের সাবেক সভাপতি নূরউদ্দীন মোল্লাসহ পুটিয়া ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডের আওয়ামীলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/রাজ্জাক