বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কলাপাড়ায় বসতভিটা ও কৃষিজমি রক্ষায় প্রতিবাদ

কলাপাড়ায় বসতভিটা ও কৃষিজমি রক্ষায় প্রতিবাদ

কলাপাড়া (পটুয়াখালী) , ২৮ অক্টোবর, এবিনিউজ : শুক্রবার সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের বসতভিটা ও তিনফসলী জমিতে বিদ্যুতপ্লান্টের জন্য জমি অধিগ্রহন বন্ধের দাবিতে শত শত কৃষক পরিবারের সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ধানখালীর নিশানবাড়িয়া এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন সমাবেশে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহর করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাজী রাইসুল ইসলাম রাজীব, শওকত হোসেন তালুকদার, মহিব মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন আব্দুর রশিদ তালুকদার।

বক্তারা জানান, তিনফসলী জমি, ঘনবসতিপুর্ণ এলাকা, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, কবরসহ তাদের শত বছরে পুরনো বাড়িঘর যা বিভিন্ন সংস্থার নামে কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই অধিগ্রহণ করা হচ্ছে। ফলে বসতভিটা হারা হচ্ছে ওই এলাকার কয়েক শত সাধারন কৃষক। তারা বলেন, সরকারের এক শ্রেনীর কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছে মিথ্যা প্রতিবেদন দাখিল করে এসব জমি অধিগ্রহনের আওতায় নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। ধানখালীর তিন ফসলী জমিতে একের পর এক বেসরকারি কোম্পানি জমির নামে কৃষিজমিসহ বসতভিটা অধিগ্রহণ চলছে। বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষনের আবেদন জানান। ভুক্তোভোগী উপায়হীন মানুষ এখন আন্দোলনমুখী হয়ে উঠেছেন।

উল্লেখ্য, আরপিসিএল নামের একটি বেসরকারি সংস্থা ওই এলাকার আরও একটি বিদ্যুতপ্লান্ট করার জন্য কাজ শুরু করেছে। এছাড়া একই ইউনিয়নে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের কাজ দ্রুত এগিয়ে চলছে।

এবিএন/ তুষার হালদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত