![তারাগঞ্জে আন্ত:হাড়িয়ার কুঠি ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/28/taragonj-football_107630.jpg)
তারাগঞ্জ(রংপুর), ২৮ অক্টোবর, এবিনিউজ : গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আন্ত : হাড়িয়ার কুঠি ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা /১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। হাড়িয়ার কুঠি ইউনিয়ন পরিষদের আয়োজনে পদ্ম পুকুর শাপলা যুব সংঘ এর সহযোগিতায় পদ্ম পুকুর মাঠে উক্ত খেলায় সভাপতিত্ব করেন হাড়িয়ার কুঠি ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক,বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন,ইউএনও জিলুফা সুলতানা,বিশিষ্ঠ সমাজ সেবক আনিছুল হক।এছাড়াও স্থানীয় সুধী সমাজ ও হাজারো মানুষের অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে ঐতিহ্যবাহী ফুটবল খেলা।এতে অংশ নেয় মোজাহিদ ক্রীড়া চক্র বনাম পদ্ম পুকুর শাপলা যুব সংস্থা।শেষে মোজাহিদ ক্রীড়া চক্র (০২)দুই গোলে পদ্ম পুকুর শাপলা যুব সংস্থাকে পরাজিত করে।সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/নির্ঝর