শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেতা : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেতা : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেতা : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঝালকাঠি, ২৮ অক্টোবর, এবিনিউজ : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বের শীর্ষনেতার স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করা অন্যদিকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার অনন্য নজির স্থাপনের কারনে বিশ্বের শীর্ষনেতারা এ স্বীকৃতি দিয়েছেন।

শুক্রবার বিকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের ইউনিয়ন ও ৯টি ওয়ার্ড শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন। ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনূস লষ্কর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিনসহ আওয়ামী লীগ অংগ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেল র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী আমু বলেন, অসহায় মানুষের জন্য বিভিন্ন ধরনের ভাতা প্রবর্তন ও গ্রামীণ অর্থনীতির ভীত মজবুত করে জননেত্রী শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন। গ্রাম বাংলায় এখন আর কোন অভাব বা অভূক্ত নেই। সাধারণ মানুষের নিজের ও দেশের বৃহত্তর স্বার্থেই আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে হবে। এজন্য তৃনমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে। দলীয় নেতাকর্মীদের ‘আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ডের খবর সাধারণ মানুষের কাছে প্রচারের ব্যবস্থা করতে হবে’।

আমির হোসেন আমু আরো বলেন, পচাত্তরের পনেরই আগস্ট জাতীর জনককে সপরিবারে হত্যার পর যারা এতোদিন ক্ষমতায় ছিল তাঁরা দেশ ও মানুষের কথা চিন্তা করেনি। তারা প্রতিহিংসা, হত্যা ও লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বলিষ্ট নেতৃত্ব ও দূরদর্শিতার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।

এর আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘প্রতাপ সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম’ এর রিসোর্স সেন্টারে ‘শিক্ষকের কার্যালয় কাম দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রাবাস’ এর উর্ধ্বমুখী স¤প্রসারণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন। ৫১ লক্ষাধিক টাকা ব্যয়ে গণপূর্ত অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত