বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজবাড়ীর মাদক সিন্ডিকেট হোতাদের হুঁশিয়ারি ওসি’ তারিক কামালের

রাজবাড়ীর মাদক সিন্ডিকেট হোতাদের হুঁশিয়ারি ওসি’ তারিক কামালের

রাজবাড়ীর মাদক সিন্ডিকেট হোতাদের হুঁশিয়ারি ওসি’ তারিক কামালের

রাজবাড়ী, ২৮ অক্টোবর, এবিনিউজ : মাদক সিন্ডিকেট হোতাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাজবাড়ী সদর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি তারিক কামাল। তিনি বলেন, ‘এখনও সময় আছে মাদক ব্যবসা ছেড়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসুন, সহায়তা করবো , অন্যথায় কঠোর পরিণতির স্বীকার হতে হবে।’ মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেঞ্চ ঘোষণা করেছেন, দৈনিক এবিনিউজ২৪.কম কে এমনটাই জানান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘মাদক ব্যবসায়ী যেই হোক না কেন বা যত বড় প্রভাবশালীর ছত্রছায়ায়ই থাকুক না কেন, পুলিশের পক্ষ থেকে কোন রকম ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ীদের পাশাপাশি সেবন কারীদেরও আইনের আওতায় আনা হবে। স্বেচ্ছায় কেউ মাদক ব্যবসা বা সেবন ছেড়ে আত্মসর্ম্পন করলে প্রয়োজনে পুলিশের পক্ষ থেকে তাদের পূনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, রাজবাড়ী পুলিশ সুপার সালমা বেগম পিপিএম এর নির্দশনায় সদর থানা এলাকায় অত্যন্ত কঠোর ভাবে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে । চিহ্নিত মাদক স্পটগুলোতে ঝটিকা অভিযান, সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য ও বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে কঠোর ভাবে মাদক নির্মূলে থানায় কর্মরত এসআই ও এএসআইগন দেরকে নিয়ে কাজ চলছে’ বলেও জানান তিনি।

উল্লেখ্য ১৫ই অক্টোবর সন্ধ্যায় তিনি বিদায়ী অফিসার ইনচার্জ মো. আবুল বাশার মিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ওসির দায়িত্বভার গ্রহণ করেন। নতুন ওসি মোঃ তারিক কামাল রাজবাড়ী থানায় যোগদানের পূর্বে রাজবাড়ী কোর্ট পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

পটুয়াখালী জেলার দুমকীর স্থায়ী বাসিন্দা মো. তারিক কামাল ১৯৮৯ সালে উপ-পরিদর্শক(এস.আই) পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০০০ সালে তিনি পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। ভোলা, পিরোজপুরসহ বিভিন্ন জেলায় চাকুরী করার পর ২০১৬ সালের ১৮ই জুলাই তিনি রাজবাড়ী কোর্ট পুলিশের পরিদর্শক পদে যোগদান করেন।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত