বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইজরা নেই তবুও সুপারির হাট থেকে খাজনা আদায়

ইজরা নেই তবুও সুপারির হাট থেকে খাজনা আদায়

ইন্দুরকানী (পিরোজপুর) , ২৮ অক্টোবর, এবিনিউজ : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর বাজারে কোন ইজারা না থাকলেও স্থানীয় ক্ষমতাবলে সুপারির হাট থেকে খাজনা আদায় করছে উপজেলা আ.লীগের সভাপতির এক ভাতিজা। এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা যায়, ইন্দুরকানী উপজেলার ১৩ হাটবাজারের এককালীন ইজারার টাকা স্থানীয় সংসদ সদস্য পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পরিশোধ করে দেওয়ায় সকল হাট-বাজারের ইজারা মওকুফ হয়ে যায়।

চন্ডিপুর বাজারে গিয়ে জানা যায়, প্রত্যেক বাজারের দিন ওই বাজারে ৩০ থেকে ৪০ জন ব্যবসায়ী সুপারি কিনে থাকেন। সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার এখানে হাট বসে। আর প্রতি হাটে এখানে প্রায় ৪’শ থেকে ৫’শ বস্তা সুপারি কেনা বেচা হয় বলে বেপারিরা জানান। এটি এ উপজেলার সবচাইতে বড় সুপারির হাট।

কিন্তু বালিপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা রনি হাওলাদার স্থানীয় ক্ষমতাবলে চন্ডিপুর সুপারির হাট থেকে খাজনা আদায় করছে। রনি উপজেলা আ.লীগের সভপিতি এম মতিউর রহমানের আপন ভাতিজা। সে এর আগে উপজেলা ছাত্র সমাজের যুগ্ন-আহবায়ক পদে ছিল। বর্তমানে যুবলীগের রাজণীতির সাথে জড়িত।

স্থানীয় ব্যাবসীরা অভিযোগে জানান, শুধু সুপারির হাটেই নয়, এর আগে চন্ডিপুর খেলার মাঠে বসা গরুর হাট থেকেও ১’শ থেকে ৩”শ টাকা পর্যন্ত খাজনা আদায় করে রনি।

ওই বাজারের সুপারি ব্যবসায়ী মনির হোসেন সহ আরো অনেকে জানান, মন্ত্রী কয়েক বছর আগে বাজারের ইজারা মওকুফ করে দিলেও স্থানীয় কতিপয় লোক বস্তাপ্রতি ২০ টাকা করে খাজনা আদায় করেন।

এবিষয়ে বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী জানান, এ উপজেলার কোন হাট-বাজারেই খাজনা নেয়া হচ্ছে না। তবে চন্ডিপুর সুপারির হাটে স্থানীয় কয়েকজন ব্যক্তি জোর করে টাকা আদায় করছে বলে ব্যবসায়ীদের মৌখিক অভিযোগ শুনেছি।

ইন্দুরকানী উপজেলা যুবলীগ নেতা মোঃ ইকরামুল সিকদার জানান, ওই বাজারের ইজারা না থাকলেও আ’লীগের নাম ভাঙ্গিয়ে এক শ্রেণির সুবিধাভোগী অবৈধভাবে সুপারি বাজারে চাঁদা আদায় করছে।

এবিষয়ে বালিপাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও চন্ডিপুর ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল জানান, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ব্যবসায়ীরা ব্যবহার করায় রনিকে সুপারি বাজার থেকে টাকা তোলার জন্য লিজ দেয়া হয়েছে। তাই সে টাকা আদায় করছে। ঐ টাকা মাঠের সংস্কারের কাজে ব্যবহার করা হবে।

উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, এ উপজেলার কোন হাট বাজারে ইজারা নেই। যদি কেউ ইজারা তুলে থাকে তা সম্পূর্ণ অবৈধ।

এ ব্যাপারে স্থানীয় যুবলীগ নেতা রনির সাথে মোবাইলে যোগাযোগের চেস্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এবিএন/নাঈম খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত