বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শনিবারের রাশিফল

শনিবারের রাশিফল

ঢাকা, ২৮ অক্টোবর, এবিনিউজ : ভাগ্যগননা বা রাশিফল কোন সঠিক সিদ্ধান্ত বা দাবী নয়। ঠিক ঠিক এমন কিছুই ঘটবে অথবা ফলপ্রসু হবে তেমন গ্যারান্টিও দেয়না রাশিফলের পুর্বাভাস। মনে রাখবেন, সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। ২৮ তারিখে জম্ম হবার কারণে আপনার ওপর রবির প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ১,১০,১৯,২৮। আপনার শুভ বর্ণ: লাল ও কমলা। শুভ গ্রহ ও বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রুবী, রক্তপ্রবাল। চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। ৮মী দুপর: ১:১৯ পর্যন্ত পরে ৯মী তিথি চলবে।

দ্বাদশ রাশির পূর্বাভাস:

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) : মেষ রাশির জাতক জাতিকার জন্য চাকরী সংক্রান্ত পরীক্ষায় সফল হবার সম্ভাবনা রয়েছে। বেসরকারী চাকরীজীবীদের দিনটি রহস্যজনক ঝামেলার। রাজনৈতিক কাজে সুনাম সম্মান ক্ষুন্ন হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হবার আশঙ্কা। সাঙ্গঠনিক কাজের জন্য ভ্রমনের সম্ভাবনা প্রবল। দাতব্য কাজে অংশ নিতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) : বৃষ রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ প্রবল। ভাগ্য আপনার সহায় হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বা রিসার্চ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ঝামেলাপূর্ণ হতেপারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সুফল পাবেন। কোন অতীন্দ্রিয় সাধকের সাথে দেখা করতে পারেন।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) : আজ মিথুন রাশির জাতক জাতিকাদে দিনটি ভালো যাবে না। হটাৎ করে পাওনাদারের কবলে পড়তে পারেন। আইনগত জটিলতা দেখা দিতে পারে। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভ আশা করা যায়। কোনো বন্ধু বা আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে পারেন। ঔষধের ব্যবসায়ীরা অপ্রত্যাশিত অর্থ লাভ করবেন।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) : কর্কট রাশির জাতক জাতিকার আজ আয় উন্নতি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে হটাৎ কোনো বাধা বিপত্তি দেখা দিতে পারে। সাংসারিক ক্ষেত্রে অযথা ভুল বুঝাবুঝির কারনে ঝামেলা দেখা দেবে। অংশীদারী ব্যবসায় নতুন কোনো অংশীদারের সাথে আলোচনা করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) : আজ সিংহ রাশির জাতক জাতিকার শরীরের প্রতি বিশেষ যতœ নিতে হবে। ঠান্ডাজনিত রোগ ব্যাধিতে কষ্ট পেতে পারেন। জাতিকাদের মেয়েলি সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। কাজের লোকদের সাথে বুঝেশুনে কথাবলুন। কোনো মূল্যবাণ দ্রব্য হারিয়ে যেতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর) : প্রেম ও রোমান্স শুভ নয়। শিল্পী ও কলাকুশলিরা ভালো আয় করতে গিয়ে প্রতারিত হতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনার চাপ বাড়তে পারে। চারুকলার শিক্ষার্থীদের নতুন কাজের যোগ বলবান। সন্তানের শরীর স্বাস্থ্যর প্রতি বিশেষ নজর দিন। আপনার কোনো গোপন সম্পর্কের কথা ফাঁশ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) : আজ তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক সুখ শান্তি বাধাগ্রস্ত হতে পারে। গৃহস্থালী কাজে কোন রহস্যজনক ঝামেলা হবে। যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন। বাড়ীতে কোনো আত্মীয়র আগমনে মা খুঁশি হতে পারবেন না। কোনো আসবাব পত্র ক্রয় করতে পারেন। মায়ের কাছ থেকে কিছু টাকা কর্জ করতে হবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) : আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দূর থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে। বস্ত্র ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। ছোট ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হবার আশঙ্কা। গার্মেন্টস ব্যবসায়ীদের সময় তুলনামূলক ঝামেলাপূর্ণ। বিদেশী ওয়ার্ক অর্ডার পেতে গিয়ে খুব বেগ পেতে হবে। বিকাশ ও ট্রাভেল এক্সঞ্জ এজেন্টদের ভালো আয় হবার সম্ভাবনা।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) : আজ ধনু রাশির জাতক জাতিকাদের বকেয়া অর্থ আদায়ের যোগ প্রবল। খাদ্য ও তরল দ্রব্যর ব্যবসায় ভালো লাভ হবে। খুচরা বিক্রেতাদের দিনটি ঝামেলা পূর্ণ। ব্যবসায়ীক ভাবে লাভবান হতে পারেন। আজ রেস্টুরেন্টএ খেতে যেতে পারেন। বাড়ীতে কোনো আত্মীয়র আগমন হতে পারে। প্রতিবেশীর সাথে কোন বিষয়ে বিরোধ হবার আশঙ্কা।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী) : মানসিক জোড় বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। চাকরীজীবীদের কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটবে। ব্যবসায়ীদের বিনিয়োগের পরিকল্পণা ভালো ভাবে সফল হবে। জীবন সাথীর সাহায্য পাবেন। কোনো দাতব্য কাজ করতে পারে। সর্বাবস্থায় দাম্পত্য কলহ এড়িয়ে চলতে হবে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী) : ভ্রমণ সংক্রান্ত ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রবাসীদের দিনটি ভুলবুঝাবুঝিতে ভরপুর। আজ ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো নৌ ভ্রমনের সুযোগ আসতে পারে। রাস্তাঘাটে ও হোটেল মোটেলে কোন অর্থহানির ঘটনা ঘটতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ) : আজ মীন রাশির জাতক জাতিকার ঠিকাদারী ও সাপ্লাই ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন। নতুন কাজের ওয়ার্ক অর্ডার পেতে চলেছেন। বাড়ীতে বড় বোনের আগমনে আনন্দ বৃদ্ধি পাবে। বন্ধুর কোনো সংসারিক অশান্তিতে আপনার সাহায্য কাজে লাগতে পারে। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে কোন বন্ধুর সাহায্য কাজে লাগবে।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত