বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কাউখালী, ২৮ অক্টোবর, এবিনিউজ : “পুলিশই জনতা, জনতাই পুলিশ” স্লোগানে নানা আয়োজনে পিরোজপুরে কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুকিত সরকার, পিরোজপুর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাধবী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান পল্টন, জেলা পরিষদ সদস্য মামুন হোসাইন বাবলু জমাদ্দার, জাহাঙ্গীর হোসেন মুন্সী, ইউপি চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, কমিউনিটি পুলিশিং নেতা সাবেক চেয়ারম্যান জাফর আলী খান নান্না, কাউখালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার, সমাাজ সেবক আঃ লতিফ খসরু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিন্টু তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমনসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন, কাউখালী মহা বিদ্যালয়ের স্টুডেন্ট কমিউনিটি ফোরামের সভাপতি হৃদয় দে, ই.জি.এস শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের সভাপতি মরিয়ম আক্তার, মহিলা কলেজের সভাপতি মোসাঃ সাঈয়েদ্যাতুনেছা মী, কাঠালিয়া পি.জি এস বহুমুখী কারিগরি স্কুল এন্ড কলেজের সভাপতি হাসিবুল ইসলাম রবিউল।

সভায় বক্তারা বলেন, দেশেকে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাকদমুক্ত করতে হলে পুলিশ ও জনতাকে এক সাথে মিলেমিশে কাজ করতে হবে। পুলিশের একার পক্ষে সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়। তাই কমিউনিটি পুলিশিং এর মাধ্যেমে জনগণ ও পুলিশ সমাজের বিভিন্ন সমস্যাকে একসাথে সামাধানের চেষ্টা চালাতে হবে।

এছাড়া যেকোন স্থানে জঙ্গী, সন্ত্রাস ও মাকদ বিষয়ে কোন সংবাদ পেলে পুলিশ কে সেটি জানিয়ে পুলিশকে সহায়তা করতে হবে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত