
গোপালগঞ্জ, ২৮ অক্টোবর, এবিনিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে কমিউনিটি পুলিশিং দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে কমিউনিটি পুলিশিং কাশিয়ানী উপজেলা শাখার সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোহাম্মাদ হোসাইন রায়হান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এস, এম মাঈন উদ্দিন, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামচুন্নাহার মিনা জামান, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, বিএম হারুন আর রশিদ পিনু, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনু প্রমুখ।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবিএন/লিয়াকত হোসেন লিংকন/জসিম/এমসি