![মাদারীপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/28/police_abnews_107681.jpg)
মাদারীপুর, ২৮ অক্টোবর, এবিনিউজ : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, মাদারীপুর জেলায় আজ শনিবার সকাল থেকে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং উদ্যোগে ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য র্যালি, স্বে”ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেদিয়ে উদযাপিত হেেয়ছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭।
জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে মাদারীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম, –মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লা আল মামুন, পৌরসভার সাবেক মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়াম্যান সাখাওয়াত হোসেন সেলিম, জেলা ক্রিড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক ত্রিনাথ দাস, সদর মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তম প্রসাদ পাঠক।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিং মাদারীপুর জেলা সমন্বয় কমিটির সদস্যরা, জেলা কমিটির নেতারাসহ প্রায় পাঁচ শতাধিক কমিউনিটি পুলিশিং সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি