আগৈলঝাড়া (বরিশাল), ২৮ অক্টোবর, এবিনিউজ : আগৈলঝাড়ায় থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, জনপ্রতিনিধি, স্টুডেন্ট কমিউিনিটি পুলিশিং ফোরাম, কমিউিনিটি পুলিশিং ফোরাম ও সুধীসজ্জনদের সমন্বয়ে থানা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে সমাপ্ত হয়।
পরে থানা চত্বরের গোলঘরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল।
সভায় বক্তারা কমিউিনিটি পুলিশিং সদস্যদের মাধ্যমে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা সহনীয় রাখতে সকলের সহযোগিতার আহ্বাণ জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আব্দুর রহমান, উপজেলা কমিউিনিটি পুলিশিং এর সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, কমিউিনিটি পুলিশিং সদস্য আবুল বাশার হাওলাদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল প্রমুখ।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি