![আগৈলঝাড়ায় পলাতক আসামী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/28/greftar_sm_680960100_89761_107683.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ২৮ অক্টোবর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশসূত্রে জানা গেছে, উপজেলার শিহিপাশা গ্রামের মুন্সী জয়নাল আবেদীনের ছেলে সোলেমান মিয়াকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোলেমান মিয়া খুলনা জেলার হরিণঘাটা থানায় দায়েরকৃত জিআর ৭৩-১৫ মাদক মামলার পলাতক আসামী।
তার অনুপস্থিতিতে আদালত তাকে দুই বছরের কারাদন্ডের রায় প্রদান করে। রায় ঘোষণার পর থেকেই সোলেমান পলাতক ছিল। আজ সকালে নিজ এলাকা শিহিপাশা থেকে তাকে পুলিশ গ্রেফতার করেছে। আজ গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি