
জামালপুর, ২৮ অক্টোবর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে আজ শনিবার কমিউনিটি পুলিশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে মেলান্দহ কমিউনিটি পুলিশ বেলা সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র্যালী বের করে। র্যালীটি থানা কম্পাউন্ড থেকে বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর থানা কম্পাউন্ডে এক আলোচনা সভার আয়োজন করে। সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এস.এম. আ: মান্নান এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন পৌরমেয়র শফিক জাহেদী রবিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান জীবন খান, সদস্য আবু তাহের ঠিকাদার, অফিসার ইনচার্জ মাজহারুল করিম, ওসি তদন্ত টিপু সুলতান, আ’লীগ সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আলহাজ কিসমত পাশা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ্ জামাল, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী ভিপি জিন্নাহ, ফজর উদ্দিন মির্জা কাশেম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাহমিনা আক্তার প্রমুখ।
সভায় নিষ্ঠা-সততার সাথে পুলিশের দায়িত্ব পালনের জন্য মেলান্দহ থানার এসআই শাহ সেকান্দার আলীকে সম্মাননা প্রদান করা হয়।
এবিএন/জামাল/জসিম/এমসি