শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফেনীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ফেনীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

ফেনী, ২৮ অক্টোবর, এবিনিউজ : ফেনীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফেনী কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যেগে ফেনী মডেল থানা গেট থেকে একটি র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ফেনী জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মো: সাইফুদ্দিন শাহ্, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি কম, ফেনী প্রেস ক্লাব সভাপতি রবিউল হক রবি, ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি শাহ জালাল রতন, কমিউনিটি পুলিশিং ফোরামের ফেনী পৌর আহবায়ক আয়নুল কবির শামিম প্রমুখ।ফেনীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ফেনী ’র কমিউনিটি পুলিশিং ফোরামের কর্মকর্তা ও সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত