
দশমিনা (পটুয়াখালী), ২৮ অক্টোবর, এবিনিউজ : সারা দেশের ন্যায় পটুয়াখালীর দশমিনা উপজেলার পুলিশ প্রশাসনের উদ্দ্যোগে আজ শনিবার সকাল ১০টায় কমিউনিটি পুলিশিং দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে থানা পুলিশ, গ্রাম পুলিশ ও কমিউনিটি পুলিশ যৌথভাবে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে বর্নাঢ্য র্যালী শুরু করে একই স্থানে সমাপ্ত করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কাজী আবুল কালাম এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা বনী আমীন খাঁন, দশমিনা থানা অফিসার ইনচার্জ রতন কৃষ্ণ রায় চৌধুরী প্রমুখ।
উক্ত সভায় দশমিনা থানা অফিসার ইনচার্জ রতন কৃষ্ণ রায় চৌধুরী বলেন, দেশের সামাজিক অবক্ষয় রোধে ইভটিজিং, বাল্য বিবাহ, মাদকসহ সামাজিক সকল অপরাধ চিরতরে নিমূল করা জন্য জনগণের সহায়তায় রাষ্ট্রের সার্বিক পরিস্থিতি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। অন্যান্য বক্তারা বলেন, পুলিশের পাশাপাশি জনগণেরও রাষ্ট্রের সামাজিক অপরাধ নিমূল করার দায়িত্ব রয়েছে।
আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে পুলিশ প্রশাসনকে সহায়তা প্রদান করি, তাহলে আমাদের সমাজে কোন প্রকার অপরাধ থাকবে না। তাই সবাইকে স্ব-স্ব স্থান থেকে অপরাধ নিমূল করতে কমিউনিটি পুলিশিং ও পুলিশ প্রশাসনকে সহায়তা করার আহবান জানান।
এবিএন/সাইদুর সাইদ/জসিম/রাজ্জাক