শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফেনীতে বিএনপি নেতা-কর্মীদের গাড়ি অবরোধ দিয়েছে আওয়ামী লীগ

ফেনীতে বিএনপি নেতা-কর্মীদের গাড়ি অবরোধ দিয়েছে আওয়ামী লীগ

ফেনীতে বিএনপি নেতা-কর্মীদের গাড়ি অবরোধ দিয়েছে আওয়ামী লীগ

ফেনী, ২৮ অক্টোবর, এবিনিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে যাত্রাবিরতির সময় নেতা-কর্মীদের সাক্ষাৎ ঠেকাতে বিভিন্ন সড়কে অবরোধ দিয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে তোলা এ অভিযোগ দলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।

ফেনী পৌর বিএনপি সভাপতি আলাল উদ্দিন আলাল বলেন, শনিবার বেলা ১১টা থেকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দাগনভূইয়া উপজেলার তুলাতুলি, বেকেরবাজার ও রামনগরে তিনটি স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়েছে। এতে নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের গাড়ি ফেনীতে ঢুকতে পারছে না। বন্ধ রয়েছে এ সড়কের যান চালাচল।

আলাল উদ্দিনের অভিযোগ, খালেদা জিয়াকে শুভেচ্ছা জানতে নেতা-কর্মীদের জেলার ছয় উপজেলা থেকে ফেনীতে আসতে বাধা দিচ্ছে সরকারদলীয় নেতা-কর্মীরা। উপজেলা থেকে ফেনীর প্রতিটি সড়েক যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলেও দাবি আলালের।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রশিক্ষণ সম্পাদক ও সাবেক সাংসদ রেহানা আক্তার রানু বলেন, দলীয় নেতা-কর্মীদের ফেনী সার্কিট হাউজে প্রবেশে বাধা দিচ্ছে পুলিশ। প্রথমে ১৫ ও পরে আরও ১১ সদস্যসহ ২৬ জনের সার্কিট হাউজে প্রবেশের অনুমতি দিয়েছে প্রশাসন।

মহাসড়েক প্রতিটি মোড়ে বিপুল সংখ্যক পুলিশ থাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সড়কে দাঁড়াতে পারছে না বলেও তার অভিযোগ।

সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) জুনায়েদ কাউসার বলেন, ফেনী সার্কিট হাউজে খালেদা জিয়ার যাত্রাবিরতি উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি রয়েছে। প্রশাসনের অনুমতিবিহীন কোনো ব্যক্তিকে সার্কিট হাউজে প্রবেশ করতে দেওয়া হবে না।

এছাড়া মহাসড়েকর বিভিন্ন পয়েন্টে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও সড়কে অবরোধ কিংবা বিএনপি নেতাকর্মীদের আটকের ঘটনার খবর তার জানা নেই বলে জানান তিনি।

এ ব্যাপারে দাগনভুঁইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপি নেতাকর্মীদের বাধা দিচ্ছে না। এধরনের কোনো দলীয় নির্দেশনাও নেই।

রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজারের উদ্দেশে শনিবার ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যাত্রাপথে ফেনী সার্কিট হাউসে তার মধ্যাহ্ন ভোজ করার কথা।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত