শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

অবুঝ শিশুকে ঘুম পাড়িয়ে মা উধাও

অবুঝ শিশুকে ঘুম পাড়িয়ে মা উধাও

লক্ষ্মীপুর, ২৮ অক্টোবর, এবিনিউজ : পরকিয়ার টানে অবুঝ শিশুকে ঘুম পাড়িয়ে প্রেমিকের সাথে মা পালিয়ে গেছে। মাকে কাছে না পেয়ে অবুঝ শিশুটির কান্না করছে, যেন কান্না থামছেই না। দুই বছরের শিশু তাহমিদকে ঘুমন্ত অবস্থায় রেখে গতকাল মা রোকসানা আক্তার পুরাতন প্রেমিক মোরশেদ আলম শুভ’র সাথে পালিয়ে যায়।

এদিকে পালিয়ে যাওয়ার পর থেকে রোকসানা প্রেমিককে দিয়ে তার প্রবাসী স্বামী মোরশেদ ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তার পরিনাম ভয়াবহ হবে বলে শাসায় সে।

এনিয়ে উদ্বিগ্ন মাসুদের পরিবার। জানা যায়, ২০১৫ সালের ৪ জানুয়ারী নোয়াখালীর বেগমগঞ্জের জীরতলি ইউনিয়নের বারইছাতল গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলাম মাসুদের সাথে রোকসানা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। রোকসানা একই উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ভবভদ্রী গ্রামের জামাল হোসেনের মেয়ে।

মাসুদ বিয়ের পর থেকে স্ত্রী, মা-বাবা ও ভাইদের সাথে ঢাকার মীরপুর ১২ নম্বরের ধ ব্লকের বাসায় বসবাস করতেন। বিয়ের ৫ মাস পর মাসুদ সৌদিতে চলে যায়। স্বামীর অনুপস্থিতে রোকসানার সাথে মোরশেদের অবৈধ সম্পর্ক গড়ে উঠে। তবে বিয়ের আগেও তার সাথে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়।

পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালংকারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় পরদিন ঢাকার মীরপুর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (যার নং-৭০৩) দায়ের করেন মাসুদের বাবা। মোরশেদ লক্ষ্মীপুরের একসময়ের চিহ্নিত সন্ত্রাসী র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত জিসান বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে।

মাসুদের বাবা আবুল কাশেম জানান, পালিয়ে যাওয়ার পর থেকে রোকসানার প্রেমিক মোরশেদ তার ছেলে মাসুদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। পারিবারিক মানসম্মানের কথা বিবেচনা করে বিষয়টি গণমাধ্যমকে এতোদিন জানানো হয়নি। জন্মের পর থেকে শিশু তাহমিদকে দূরে সরিয়ে রাখতো। দাদা-দাদির কাছেই বেশিরভাগ সময় রাখার অভ্যাস গড়ে তোলে।

এবিএন/আবীর আকাশ/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত