![কমলনগরে সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/28/death-logo_107741.jpg)
লক্ষ্মীপুর, ২৮ অক্টোবর, এবিনিউজ : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজী ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম সড়ক দূর্ঘটনায় আহত অবস্থায় মারা যান। আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে তিনি মারা যান। প্রধান শিক্ষক নুরুল আলমের বাড়ি একই উপজেলার দক্ষিণ চর মার্টিন গ্রামে।
এর আগে শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ারবেঁড়ী বাজারে গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় সুজুকি পিকাপ ভ্যান তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্ব আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর পরে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন। কমলনগর উপজেলার তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল আলম মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।
এবিএন/আবীর আকাশ/জসিম/রাজ্জাক