![গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আ’লীগকে ক্ষমতায় আনতে হবে: আসম ফিরোজ এমপি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/28/firoj_abnews_107743.jpg)
বাউফল (পটুয়াখালী), ২৮ অক্টোবর, এবিনিউজ : চীফ হুইপ আ,স,ম ফিরোজ এমপি বলেছেন, জনগনের দল আওয়ামীলীগ, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় এসেছে তখই এদেশের জনগেনের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। সন্ত্রাস জঙ্গীবাদ ও তাদের মদদ দাতাদের আওয়ামীলীগ কখনই প্রশ্রয় দেয় নাই।
গণতন্ত্রের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে। আজ শনিবার পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সহ:সভাপতি শামসুল আলম মিয়ার সভাপতিত্বে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই সরকারের আমলে দক্ষিন অঞ্চলের অনেক উন্নয়ন হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন ও যুগ্ম-সম্পাদক আঃ মান্নন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মোতালেব হাং, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চীফ হুইপ এর সহকারি আনিচুর রহমান, ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান প্রমুখ।
অনুষ্ঠানে বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এবিএন/দেলোয়ার হোসেন/জসিম/এমসি