বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বসটভিটা থেকে উচ্ছেদ আতংকে ভুগছে সংখ্যালঘু পরিবার
কুলাউড়ায় নারীদের উপর হামলা করে জায়গা দখল

বসটভিটা থেকে উচ্ছেদ আতংকে ভুগছে সংখ্যালঘু পরিবার

বসটভিটা থেকে উচ্ছেদ আতংকে ভুগছে সংখ্যালঘু পরিবার

কুলাউড়া (মৌলভীবাজার), ২৮ অক্টোবর, এবিনিউজ : মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাম্মনবাজারে একটি সংখ্যালঘু পরিবার উচ্ছেদ আতংকে ভুগছে। প্রভাবশালী মহল হামলা করে তাদের ভূমির একটি বৃহৎ অংশ দখল করে নিয়েছে । আর মাথা গোছার ঠাঁই বসতঘরও দখল করার পায়তারা করছে।

হামলার শিকার নারীরা হাসপাতালে চিকিৎসা নিয়ে কুলাউড়া থানায় এজাহার দাখিল করলে পুলিশ মামলা গ্রহণ না করায় তারা পরে মৌলভীবাজারের পুলিশ সুপার বরাবরে সংখ্যালঘুদের বাঁচানোর জন্য লিখিতভাবে অভিযোগ দায়ের করে।

পুলিশ সুপারের নিকট করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার ব্রাম্মনবাজারের চকেরগ্রামের বাসিন্দা লাখপতি রুহি দাসের পিতা দুলাল রুহী দাস ১৯৭৯ সালে ৯৩ নং রেজিষ্টারী দলিল মুলে ৬৮ শতক ভূমি ক্রয় করে উক্ত জায়গায় বসতবাড়ি নির্মান করে বসবাস শুরু করেন। কিন্তু গত ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে একই গ্রামের একটি প্রভাবশালীমহল লাখপতি রুহী দাস ও তাদের পরিবারের সদস্যদেরকে বেধড়ক মারপিট করে বসত বাড়ির গাছ ও বাঁশ ইত্যাদি কেটে তাদের বাড়ীর ভিতরের ২৭ শতক এবং শ্নশানের ১৯ শতকসহ মোট ৪৬ শতক জায়গা তারা দখল করে নেয়।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত বাসন্তী দাস অভিযোগ করেন, ‘১৯ অক্টোবর আমাদেরকে মারধর করে জায়গা দখল করার ঘটনায় কুলাউড়ায় থানায় লিখিত অভিযোগ দিলে এখন পর্যন্ত পুলিশ আসেনি। হামলাকারীরা আমাদেরকে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ারও হুমকি দেয়।’

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো:শামীম মুসা জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভূমির বিষয়টি আদালতের এখতিয়ার এবং ফৌজদারীর বিষয়টি আমরা গুরুত্বের সহিত বিবেচনা করছি।

মৌলভীবাজারের পুলিশ সুপার শাহজাহাল জানান, কুলাউড়ার সংখ্যালঘু পরিবারের দায়ের করা অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।

এবিএন/ময়নুল হক পবন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত