শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রামপালে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

রামপালে কমিউনিটি পুলিশিং দিবস পালিত

রামপাল (বাগেরহাট), ২৮ অক্টোবর, এবিনিউজ : আজ শনিবার সকাল ১০ টায় রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমানের নের্তৃত্বে উপজেলা কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপন উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাগেরহাট-০৩ রামপাল-মোংলা থেকে নির্বাচিত সাংসদ আলহাজ্ব তালুকদার আঃ খালেক এম, পি। প্রধান অতিথি সন্ত্রাস ও দুর্নিতি দমনে পুলিশের সাহসী ভুমিকার ভূয়সী প্রশংসা করেন এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে উপজেলার ইউনিয়ন পর্যায়ে সৎ যোগ্য লোকদের নিয়ে কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের আহবান জানান।

তিনি আরও বলেন, যে এলাকার সর্বাধিক গ্রহনযোগ্য ব্যক্তিদের সংগঠনে অন্তর্ভূক্ত করলে এ সংগঠনের গ্রহনযোগ্যতা আরও বেশি বৃদ্ধি পাবে।

উক্ত আলাচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আঃ ওহাব, উপজেলা নির্বাহী অফিসার তুষার কান্তি পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেন, রামপাল উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব আকবর আলী, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামিম নূরী, প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, গাজী আক্তারুল ইসলাম, আব্দুল্লাহ ফকির, সরদার আঃ হান্নান ডাবলু , বাবু তপন গোলদার , নুরূল আলম, শেখ মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ রবিউল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নের্তৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব আকবর আলী।

এবিএন/মোঃ সাইফুল আলম/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত