![ইসলামপুরে কমিউনিটি পুলিশিং দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/29/islampur-pic-1_107830.jpg)
জামালপুর, ২৯ অক্টোবর, এবিনিউজ : “পুলিশই জনতা জনতায় পুলিশ” এই স্লোগানটি নিয়ে জামালপুর ইসলামপুরে কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে র্যালীটি ঐতিহ্যবাহী বটতলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে থানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইসলামপুর থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান শাহীন এর সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়াম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর মেয়র আ. কাদের শেক,জেলা পরিষদের সদস্য ওয়ারেছ আলী মামুন,মজনু মন্ডল, ইসলামপুর সরকারী কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন,প্রদ্যুৎ নারায়ন ও গুরুদাস পাল প্রমুখ।
এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর