বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নড়াইলের আমাদা কলেজের বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নড়াইলের আমাদা কলেজের বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নড়াইলের আমাদা কলেজের বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নড়াইল, ২৯ অক্টোবর, এবিনিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আদর্শ কলেজের বিজ্ঞান ও গ্রন্থাগার ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এ ভবনের উদ্বোধন করেন শিক্ষানুরাগী ও শিল্পপতি শেখ মো. আমিনুর রহমান হিমু। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান, লোহাগড়া থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লোহাগড়া পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, লক্ষীপাশা বণিক সমিতির সভাপতি সাধারণ লিয়াকত হোসেন, কাশিপুর ইউনিয়ন আ’লীগ আহবায়ক রেজাউল করিম, অ্যাডভোকেট এমএম আলাউদ্দিন, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ বিপ্লব, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবুল কাশেম খান, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, কলেজ প্রভাষক রূপক মুখার্জি প্রমুখ।নড়াইলের আমাদা কলেজের বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান জানান, শিক্ষানুরাগী আমিনুর রহমান হিমুর ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হবে। এর আগে সমাজসেবক ও রাজনীতিবিদ আমিনুর রহমান হিমুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা, ননএমপিওভূক্ত আমাদা আদর্শ কলেজটি এমপিওভূক্তসহ শিক্ষা মান উন্নয়নের ওপর গুরুত্বরোপ করেন। প্রসঙ্গত, কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো এমপিওভূক্ত হয়নি। শিক্ষক-কর্মচারীরা বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন।

এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত