![রবিবারের রাশিফল](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/29/rashi_abnews_107833.jpg)
ঢাকা, ২৯ অক্টোবর, এবিনিউজ : ভাগ্যগননা বা রাশিফল কোন সঠিক সিদ্ধান্ত বা দাবী নয়। ঠিক ঠিক এমন কিছুই ঘটবে অথবা ফলপ্রসু হবে তেমন গ্যারান্টিও দেয়না রাশিফলের পুর্বাভাস। মনে রাখবেন, সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি বৃশ্চিক, আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও চন্দ্র। ২৯ তারিখে জম্ম হবার কারনে আপনার ওপর চন্দ্রর প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা: ২,১১,২০,২৯। আপনার শুভ বর্ণ: লাল ও সাদা। শুভ গ্রহ ও বার: মঙ্গল ও সোম । শুভ রত্ন: রক্ত প্রবাল ও মুনস্টোন। চন্দ্রাবস্থান: আজ চন্দ্র মকর রাশিতে, বিকাল: ৩:২৯ থেকে কুম্ভ রাশিতে অবস্থান করবে। ৯মী দুপর : ২:৩৩ পর্যন্ত পরে ১০মী তিথি চলবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস:
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি পাবে। অফিশিয়াল ফাইলে কোনো ভুলত্রুটি দেখা দিতে পারে। সতর্ক থাকুন। চারিত্রীক দূর্ণামের আশঙ্কা প্রবল। আজ কোনো অনৈতিক কাজ করতে যাবেন না। বিকালের দিকে ব্যবসায়ীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে।ঠিকাদারী ব্যবসায়ীরা লাভবান হবেন। কোনো বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হতে পারে।
বৃষ রাশি ( ২১ এপ্রিল – ২০ মে): আজ দিনটি আপনার জন্য মিশ্র সম্ভাবনাময়। বৈদেশিক কোনো কাজে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। আপনার ক্রয়কৃত কোনো সম্পত্তি নিয়ে ঝামেলা হবে। জীবীকার জন্য বিদেশ গমনের ক্ষেত্রে বারবার বাধা আসবে। বিকালে চাকরীজীবীরা কোনো ভালো সংবাদ পেতে পারেন। কর্মস্থলে উন্নতির সুযোগ চলে আসবে। বেকারদের চাকরী লাভের সম্ভাবনা
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): আজ আপনার কাজ কর্মে ঝুঁকি বাড়বে। শেয়ার ব্যবসায়ীরা কিছুটা অনিশ্চয়তার ভেতরে পড়তে পারেন। আজ চিকিৎসক ও প্রসাধণী ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। বিদেশ থেকে কিছু টাকা আসতে পারে। ঋণ যোগ প্রবল। বিকালের পরে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি কমে আসবে। ধর্মীয় কাজে অংশ নেবার সম্ভাবনা। গবেষণা সংক্রান্ত কাজে সফল হবেন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): ব্যবসায়ীক বিষয়ে পার্টনারের সাথে ঝগড়া-বিবাদের আশঙ্কা রয়েছে। দাম্পত্য কলহের শিকার হবেন। আর্থিক কারনে আজ ব্যবসায় কোনো ঝামেলা হবার আশঙ্কা। বিদেশ ভ্রমনে যেতে পারেন। বৈদেশিক কাজে কিছু লাভ হবার সম্ভাবনা। বিকালের দিকে কোনো আইনগত জটিলতার সম্মূখীন হতে পারেন। কোনো বন্ধু বা আত্মীয়র মৃত্যু সংবাদ পেতে চলেছেন। পাওনাদারের তাড়া খেতে হবে।
সিংহ রাশি (২১ জুলাই – ২১ আগস্ট): শরীর কিছুটা খারাপ যাবে। সামাজিক কাজে সহকর্মীদের সাথে কোনো কারনে ঝামেলা হতে পারে। আজ প্রকাশ্য শত্রুতা বৃদ্ধি পাবে। কাজের লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিকালের দিকে ব্যবসায় আশানুরুপ বেচাকেনার যোগ রয়েছে। জীবন সাথীর সাহায্য পাবেন। বকেয়া বিল আদায় হতে পারে। নতুন বিনিয়োগে লাভ হবে।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): আজ খেটে খাওয়া মানুষের দূর্ভোগ বাড়তে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকবেন। বিদেশ থেকে প্রেমিক প্রেমিকার অনৈতিক সম্পর্কের কোনো তথ্য প্রমান আপনাকে ব্যথিত করবে। বিকালের দিকে শরীর কিছুটা দূর্বল হয়ে পড়বে। কোনো কারনে বাড়ীর সদস্যদের উপর প্রচন্ড রেগে যেতে পারেন। কাজের লোকের সাথে চেচামেচি ঠিক নয়।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর- ২১ অক্টোবর): জমি জমা বা আবাসন সংক্রান্ত ঝামেলায় ব্যস্ত থাকতে পারেন। ক্রয় কৃত ফ্লাট বা ভূমি নিয়ে কোনো জটিলতা দেখা দেবে। মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা দূর্বল হতে পারে। বিকালের দিকে সন্তানের কোনো সাফল্য সংবাদ পেতে পারেন। বকেয়া বিল আদায়ের সম্ভাবনা। প্রেম ও রোমান্টিক প্রস্তাবের সাড়া পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): প্রতিবেশীর সাথে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনায় ঝামেলা হবে। গার্মেন্টস ব্যবসায়ীদের দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ হতে পারে। মানিএক্সচেঞ্জ ব্যবসায় আশানুরুপ লাভ হবে না। বিকালে প্রত্যাশা পূরণের সম্ভাবনা। কোনো ভালো সংবাদ পেতে পারেন। ভূমি যানবাহন সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হবে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ চাল ডাল ও আটার ব্যবসায়ীদের আয়ের ক্ষেত্র বৃদ্ধি পাবে। খুচরা বিক্রেতাদের আশানুরুপ লাভের যোগ নেই। দুগ্ধ খামারী ও মৎস ব্যবসায়ীদের ভালো আয় হবে। সঞ্চয়ের ক্ষেত্রে বারবার বাধা বিপত্তি দেখা দেবে। বিকালের দিকে আপনার কর্মব্যস্ততা বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন। সাংবাদিকদের আয় উন্নতি বৃদ্ধি পাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারী): মানসিক অস্থিরতা বাড়ার আশঙ্কা দেখা যায়। প্রেমিক প্রেমিকাদের অস্থিরতা ও চঞ্চলতা বৃদ্ধি পাবে। অনৈতিক কোনো কাজের সাথে জড়িয়ে পড়তে পারেন। জাতিকাদের মানসিক ও শারীরিক দিক ভালো যাবে না। বিকালের দিকে আর্থিক সঙ্কট কমে আসবে। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয়ের যোগ।
কুম্ভ রাশি (২১ জানুয়ারী – ১৮ ফেব্রুয়ারী): বৈদেশিক ব্যবসার সাথে জড়িতদের দিনটি ভালো যাবে। এয়ার টিকেটিং ও ট্যুর অপারেটরদের আয় বৃদ্ধি পাবে। কারো প্ররোচনায় পড়ে অনাকাঙ্খীত ব্যয় করতে পারেন। ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত কাজে ঝামেলা বৃদ্ধি পাবে। বিকালের দিকে কোন সাঙ্গঠনিক কাজে অংশ নিতে পারেন। ব্যবসায়ী ও চাকরীজীবীরা ভালো সংবাদ পেতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারী – ২০ মার্চ): বাড়ীতে বড় ভাই বোনের সাথে কোনো কারনে মনমালিন্য বা তর্ক বিতর্ক হতে পারে। ব্যবসায়ীরা কাজের চাপে থাকবেন। বৈদেশিক কাজে কোনো প্রকার ঝামেলা দেখা দিতে পারে। বিকালের পরে ভ্রমন সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন। দূরের যাত্রা শুভ।
এবিএন/মাইকেল/জসিম/এমসি