বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মা‌নিকগ‌ঞ্জে পরিবহন সেক্টরে নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের দুই গ্রুপ মুখোমুখি

মা‌নিকগ‌ঞ্জে পরিবহন সেক্টরে নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের দুই গ্রুপ মুখোমুখি

মা‌নিকগ‌ঞ্জে পরিবহন সেক্টরে নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের দুই গ্রুপ মুখোমুখি

মা‌নিকগঞ্জ, ২৯ অক্টোবর, এবিনিউজ : ‌সোনার ডিম খ্যা‌তো মানিকগঞ্জে পরিবহন সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এতে মানিকগঞ্জে সড়ক যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হতে পারে। প্র‌তি‌দিন মা‌নিকগঞ্জ বাসস্ট্যান্ড এ বাস, মাইক্রোবাস, টেম্পু , হ্যালোবাইক ও সিএনজি থেকে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ লাখ টাকা চাঁদা আদায় করে ব‌লে এক পক্ষ অা‌রেক প‌ক্ষের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ ক‌রে‌ছে।

এক প‌ক্ষে র‌য়ে‌ছে, মানিকগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস ওনার্স গ্রুপের আহ্বায়ক জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনায়েত হোসেন টিপু ও মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার। ও অপর প‌ক্ষে র‌য়ে‌ছে, স্থানীয় সংসদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের ফুফা‌তো ভাই মা‌নিকগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো: ইসরাফিল হোসেন ও মানিকগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস, অটোট্যাম্পু ওনার্স গ্রুপের সভাপতি ও পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো: জাহিদুল ইসলাম।

‌বেশ ক‌য়েক বছর ধ‌রেই প্রায় কোন ধর‌নের জ্যা‌মেলা ছাড়াই সক‌লের সা‌থে সমন্বয় ক‌রে মানিকগঞ্জে পরিবহন সেক্টরের নিয়ন্ত্রণ কর‌ছিল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনায়েত হোসেন টিপু ও মানিকগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার। ক‌য়েক‌দিন ধ‌রে মানিকগঞ্জে পরিবহন সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ অপর প‌ক্ষের বিরু‌দ্ধে চাদাবা‌জির অ‌ভি‌যো‌গে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল, সংবাদ স‌ম্মেলন ও দুই পক্ষই মা‌নিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর পরিবহন সেক্টরে চাঁদাবাজি করছে ব‌লে পাল্টা পা‌ল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে।

গত ২৫ অ‌ক্টোবর বুধবার বিকেলে মা‌নিকগঞ্জ জেলা প্রশাসক বরবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নাম ভাঙিয়ে মানিকগঞ্জে পরিবহন সেক্টরে চাঁদাবাজির লিখিতভাবে অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও জেলা শ্রমিকলীগ সভাপতি। লিখিত অভিযোগে অবৈধ চাঁদাবাজি বন্ধসহ ৫ দফা দাবি তুলে ধরা হয়। আগামী ৮ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে পরদিন ৯ নভেম্বর জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

মানিকগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস ওনার্স গ্রুপের আহ্বায়ক জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনায়েত হোসেন টিপু ও মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকারের লিখিত অভিযোগে উল্লেখ ক‌রে, গত ১৩ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নাম ভাঙিয়ে তার ভাই সদর থানা আওয়ামী লীগের সভাপতি মো: ইসরাফিল হোসেন ও পৌর আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম বহিরাগত লোকজন নিয়ে তাদের অফিস ও টার্মিনাল দখল করে নেয়। এরপর মালিক শ্রমিকদের কাছ থেকে জোড় করে চাঁদা আদায় করে আসছে।

পর দিন বৃহস্প্র‌তিবার মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোটেম্পো ওনার্স গ্রুপের সভাপতি মো: জাহিদুল ইসলামের নেতৃত্বে প্রতিপক্ষের দলীয় নেতাদের বিরুদ্ধে পরিবহন সেক্টরে চাঁদাবাজির অভিযোগ এনে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। তারা জেলা প্রশাসক বরাবর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু ও জেলা শ্রমিক লীগ সভাপতি বাবুল সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ দায়ের করে। পরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু ও শ্রমিক লীগ সভাপতি বাবুল সরকার পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছেন। অথচ তারাই স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নাম ভাঙিয়ে পরিবহন সেক্টরে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছে। বক্তারা বলেন, কাজী এনায়েত হোসেন টিপু ও বাবুল সরকারের কমিটি অবৈধ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশে আমাদের বৈধ কমিটি এখন পরিবহন সেক্টরের কার্যক্রম পরিচালনা করছে।

তার অা‌গে অপর পক্ষ চাঁদাবাজির প্রতিবাদে মানিকগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস ওনার্স গ্রুপ ও মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ যৌথভাবে ১৫ অক্টোবর বাস ধর্মঘটের ডাক দেয়। তা‌তে চরম ভোগা‌ন্তি‌তে প‌রে সাধারন যাত্রীরা। প‌রে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে ওইদিনই দুপু‌রে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

গতকাল শ‌নিবার মানিকগঞ্জে জেলা শ্রমিকলীগের সভাপতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সরকারের বিরুদ্ধে পরিবহন সেক্টর থেকে অবৈধ চাঁদা আদায়, মাদক ব্যবসা নিয়ন্ত্রন, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল , চাকুরী দেওয়া নামে যৌন হয়রানিসহ নানা বিধ অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মানিকগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস, অটোট্যাম্পু ওনার্স গ্রুপ।

শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মানিকগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস, অটোট্যাম্পু ওনার্স গ্রুপের সভাপতি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ।

লিখিত বক্তব্যে উল্লেখ্য করা হয় , বাবুল সরকার এক সময় গাড়ী হেলপার থেকে ড্রাইভার হয়। এর পর শ্রমিক নেতা হয়েছে দীর্ঘ দিন ধরে মানিকগঞ্জে পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছে। বাস, মাইক্রোবাস, টেম্পু , হ্যালোবাইক ও সিএনজি থেকে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ লাখ টাকা চাঁদা আদায় করে। চাঁদা না দিলে গাড়ীতে মাদক রেখে পুলিশ দিয়ে হয়রানি করে মালিকদের কাছ থেকে টাকা আদায় করে। জোড় করে গার্মেন্টস ব্যবসায় মালিকদের গাড়ী পাঠিয়ে ওই টাকা আত্মসাত করে। চাঁদাবাজি করে বাবুল সরকার নামে বেনামে কয়েকটি ফ্ল্যাট ও গাড়ী মালিক হয়েছে। সে একজন বিএনপি কর্মী হয়ে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু ও জামাত সমর্থিত নজরুল ইসলাম নজুকে দিয়ে অবৈধ কমিটি করে পরিবহন থেকে চাঁদাবাজি করে রাতা রাতি কোটি কোটি টাকার মালিক হয়েছে। সে তার ভাই লাভলু ভাগ্নে পলাশ ও বিলাশকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয় জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার অবৈধ কমিটি বানিয়ে দীর্ঘ দিন ধরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি করছে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধসহ বাবুল সরকার ও কাজী এনায়েত হোসেন টিপুর হাত থেকে পরিবহন সেক্টরকে রক্ষা তাদের গ্রেফতারের দাবি জানানো হয়।

মানিকগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস, অটোট্যাম্পু ওনার্স গ্রুপের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জানায়, কাজী এনায়েত হোসেন টিপু ও বাবুল সরকারের কমিটি অবৈধ। তারা দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে আসছিল।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশে আমাদের বৈধ কমিটি এখন থেকে পরিবহন সেক্টরের কার্যক্রম পরিচালনা করছি। চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে তিনি আরও বলেন, তাদের সংগঠন কোনো চাঁদা আদায় করে না। কাজী এনায়েত হোসেন টিপু ও বাবুল সরকারের লোকজন আগের পরিবহন থেকে চাঁদা আদায় করতো বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপে পরিবহন থেকে সব ধরনের চাঁদা আদায় বন্ধ করে দেয়া হয়েছে।

মানিকগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস ওনার্স গ্রুপের আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন টিপু ও মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার জানায়, চাঁদাবাজির প্রতিবাদে মানিকগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস ওনার্স গ্রুপ ও মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ যৌথভাবে ১৫ অক্টোবর বাস ধর্মঘটের ডাক দেয়। প‌রে জেলা প্রশাস‌কের অাশ্বা‌সে তা প্রত্যাহার ক‌রে নেওয়া হয়। জেলা প্রশাস‌কের কা‌ছে লি‌খিত অ‌ভি‌যো‌গে বাসস্ট্যা‌ন্ডের টাল‌মিনাল দখলদারদের উচ্ছেদ, নির্বাচিত প্রতিনিধিদের কাছে অফিস ও টার্মিনাল বুঝিয়ে দেয়া,দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, পরিবহন মালিক শ্রমিক সংগঠনে দলীয়করণ বন্ধ ও মালিক শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক মো: নাজমুছ সাদাত সেলিম জানায়, আমরা দুইপক্ষের অভিযোগ পেয়েছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন ও প্রশাসন মিলে খুব শীঘ্রই একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারব বলে আশা করছি।

এবিএন/মো: সো‌হেল রানা খান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত