হোসেনপুর (কিশোরগঞ্জ), ২৯ অক্টোবর, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর-গফরগাঁও বাইপাস রাস্তায় রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ স্কাউটস, হোসেনপুর শাখা।
বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি প্রধান শিক্ষক বেগম জিন্নাত আক্তার, উপেেজলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার।
আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কাসেম, উপজেলা স্কাউটসের সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, প্রধান শিক্ষক মো. আতাউল বারী, মো. আলাউদ্দিন, নজরুল ইসলাম মোস্তাফিজুর রহমান চন্নুসহ স্কাউটস দলের সদস্যরা।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি