![বাউফলে যুুবকের লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/29/lash-uddar_107895.jpg)
বাউফল (পটুয়াখালী), ২৯ অক্টোবর, এবিনিউজ : পটুয়াখালী বাউফলের গোসিংগা গ্রামের মিন্টু মৃধার ঘরের সামনে থেকে আজ রবিবার সকালে জীবন ব্যাপারী(৩০)নামে একটি লাশ (৩০)উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।
এ বিষয় বাউফল থানা ওসি (তদন্ত) লুৎফর রহমান জানান, লাশের গায়ের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। ভোর রাতের দিকে তার মৃত্যু হতে পারে। তবে ঘটনাস্থলে গিয়ে ঘরের মালিক সহ পরিবারের কাউকেই বাড়ীতে পাওয়া যায়নি।
লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। জানা যায়, জীবন ব্যাপারী দশমিনা উপজেলার বেতাগী ইউনিয়নের জিতু ব্যাপারীর ছেলে। এ ব্যাপারে বোন কাজলী রানী অজ্ঞাত নাম দিয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন ।
এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/রাজ্জাক