শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গঙ্গাচড়ায় মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

গঙ্গাচড়া (রংপুর), ২৯ অক্টোবর, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় ৪৫ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ নাজমুল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে শনিবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক এরশাদুল হক ও সহকারী পুলিশ উপ-পরিদর্শক গোলাম মাহমুদ অভিযান চালিয়ে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর তিস্তা ঘাট থেকে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর মহানগর এলাকার পশুরাম চিলারঝাড় গ্রামের জহুরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম কে ৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। তার সহযোগী একই এলাকার বুলু মিয়া ও হারাগাছ কলেজপাড়ার মনির হোসেন পালিয়ে যায়।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ জিন্নাত আলী জানান, ৪৫ বোতল ফেন্সিডিলসহ নাজমুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/এস এম স্বপন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত