শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

শিবপুরে আজিজা হত্যা মামলার আসামী গ্রেফতার

শিবপুরে আজিজা হত্যা মামলার আসামী গ্রেফতার

শিবপুর (নরসিংদী), ২৯ অক্টোবর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের খৈনকুট গ্রামের আব্দুল ছাত্তারের মেয়ে আজিজা হত্যা মামলার ৩নং আসামী তমুজা বেগমকে গতকাল শনিবার রাতে শিবপুর মডেল থানার পুলিশ গ্রেফতার করে, সাতদিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করে।

গত ২৮ শনিবার জানাজা শেষে রাত সাড়ে আটটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাত ৯.৩০মি: নিহতের বাবা আব্দুল ছাত্তার বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩২, ধারা ৩০২/৩৪। মামালার আসামীরা হলেন বিউটি বেগম, রুভেল, তমুজা বেগম, ছানোয়ারা বেগমসহ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্বে মাসলা দয়ের করেন।

এখনো পযর্ন্ত ময়না তদন্তের রিপোর্ট থানায় এসে পৌছায়নি। গতকাল নিহতের পরিবারকে সমবেদনা জানানোর জন্য স্থানীয় এমপি সিরাজুল ইসলাম মোল্লাসহ নেতাকর্মীরা ছুটে যান এবং আর্থিক সহয়াতা প্রদান করেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান বলেন, বাকি আসামীদেরকে গ্রেফতার করতে অভিযান চলছে।

উল্লেখ্য, আজিজাকে মোবাইল চুরির অপবাদে হাত পা বেধে গায়ে কেরোসিন ঢেলে গত ২৭ অক্টোবর চাচী ও তার সহযোগীরা তার গায়ে আগুন ধরিয়ে দেয়। ঢাকা মেডিকেলে ভর্তি পর ৮/১০ ঘন্টা পর সে মারা যায়।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত