সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • উবাচ
  • ‘নিজেরা মারামারি করে বিএনপি দায় চাপাচ্ছে সরকারের ওপর’

‘নিজেরা মারামারি করে বিএনপি দায় চাপাচ্ছে সরকারের ওপর’

‘নিজেরা মারামারি করে বিএনপি দায় চাপাচ্ছে সরকারের ওপর’

ঢাকা, ২৯ অক্টোবর, এবিনিউজ : রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা তাদেরই সাজানো বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিজেরা নিজেরা মারামারি করে বিএনপি দায় চাপাচ্ছে সরকারের ওপর। গতকাল তারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে আজ রবিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন রোহিঙ্গাদের দেখতে যাবেন এটা নিয়ে সরকারের কোনো সমস্যা নেই। আমরা তাকে কেন বাধা দেব?’

ঘটনার বিবরণ দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার গাড়িবহর ফেনীতে প্রবেশের আগে দৌদ্দগ্রাম সীমান্তে হঠাৎ করে কিছু মোটরসাইকেল এসে ‘ঢিল মারা থেকে শুরু করে বিশৃঙ্খল পরিস্থিতি’ সৃষ্টি করে; সেখানে সাংবাদিকরাও আক্রান্ত হন।

তিনি বলেন, ‘আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কেন সাংবাদিকদের ওপর হামলা করতে যাবে?’

সেতুমন্ত্রী বলেন, লাখ লাখ জনতার উপস্থিতি যাতে ‘দেখানো যায়’, সেজন্যই খালেদা জিয়া সড়ক পথে গাড়িবহর নিয়ে কক্সবাজারে যাচ্ছেন। কিন্তু সেটা যখন হচ্ছিল না, তখন ফেনীতে নিজের নির্বাচনী আসনের কাছে ঘটনা ঘটিয়ে দোষ দিলেন সরকারের ওপর।’

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত