![মানিকগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/29/sarok-durghatana_107935.jpg)
মানিকগঞ্জ, ২৯ অক্টোবর, এবিনিউজ : ঢাকা অারিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার অাড়পাড়া এলাকায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ রবিবার বিকেলে ঢাকা অারিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার কাছাকাছি অাড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায় নি। স্থানীয়রা অাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে।
শিবালয় থানা পুলিশের এসআই আব্দুল জলিল জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সাউদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্টো-ব ১১-০১৮৮) নিয়ন্ত্রণ হারিয়ে শিবালয় উপজেলার পাটুরিয়ার কাছাকাছি অাড়পাড়া এলাকায় রাস্তার মাঝে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। এ ঘটনায় হয়েছে অন্তত ১৫ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় মেলেনি। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে বেশ কিছু সময় গাড়ি চলাচল বন্ধ ছিল।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/রাজ্জাক