![ডাক্তারের ভূল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যু'র অভিযোগ!](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/29/patient_abnews_107981.jpg)
পটুয়াখালী, ২৯ অক্টোবর, এবিনিউজ : পটুয়াখালীর বাউফল উপজেলায় ডাক্তরের ভূল চিকিৎসায় সোহরাব গাজী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরজমিন ও অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০১৭ইং তারিখে বাউফল থানার ঝিলনা গ্রামের মৃতঃ আঃ বারেক গাজীর ছেলে সোহরাব গাজী জ্বরে অসুস্থ হলে, অবসরপ্রাপ্ত মেডিকেল এ্যাসিস্টান ডাঃ আঃ লতিফ হাওলাদার ভূল প্রেশক্রিপশন করেন।
তার নির্দেশ মতে গ্রাম্য চিকিৎসক রশিদ হাওলাদার ২৮ অক্টোবর ২০১৭ইং বিকেল ৫টার সময় তিনটি ইনজেকশন পুশ করলে, তার কিছুক্ষন পরেই রুগী সোহরাব গাজী মৃত্যুর কলে ঢলে পরে বলে নিহতের ছোট ভাই সোনা গাজী বাউফল থানায় ২৯/১০/২০১৭ইং নিখিত অভিযোগ করেন বলে প্রতিবেদককে জানায়। এ বিষয়ে অভিযুক্ত ডাঃ লতিফ এর কাছে গেলে তাকে পাওয়া যানি।
অন্যদিকে ঘটনা স্থানের বগা ফাড়ি ইনচার্জ মোঃ মুরাদ হোসেনের মুঠোফোনে জানা যায়, ভিক্টিমের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে বাউফল থানায় একটি ইউডি মামলা হয়েছে যার নং ১৩/ ২০১৭ইং, এবং মৃত ব্যক্তির লাস ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিএন/জিল্লুর রহমান জুয়েল/জসিম/এমসি