![সরিষাবাড়ীতে যুবকের আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/29/hang_abnews_107982.jpg)
জামালপুর, ২৯ অক্টোবর, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে ২ সন্তানের জনক হারুন-অর-রশিদ (৩২) আত্মহত্যা করেছেন। সে পাখাডুবি গ্রামের হযরত আলীর ছেলে বলে জানাগেছে।
পারিবারের লোকজন বলেন, আজ রবিবার ভোরে হারুন-অর-রশিদের লাশ বাড়ির পাশের একটি গাছে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। হারুনের মৃত্যুর জন্য কেউ দায়ি নয়- বলে সে ঘরে একটি চিরকুট লিখে যায়।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি