![সরিষাবাড়ীতে ছাত্রলীগ নেতা হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/10/29/jamalpur_abnews24 copy_107983.jpg)
জামালপুর, ২৯ অক্টোবর, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার লাইসেন্স পরিদর্শক ও ছাত্রলীগ মারুফ হাসানের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে। আজ রবিবার ১১টার দিকে যমুনা সার কারখানা সড়ক অবরোধ করে রাখে। সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন শেষে দুপুরে বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় বক্তব্য রাখেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাও. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন শিবলু, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, মারুফ হাসান (৩৫) গত ২০ সেপ্টেম্বর সকালে মোবারক হোসেন রাজার হাতে আহত হবার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যাকান্ডের মূল হোতা হিসেবে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসানকে দায়ী করে সাংবাদিক সম্মেলন করার পরপরই আ’লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা জানান, ‘সাবেক ছাত্রলীগ নেতা মারুফ হত্যার ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের আওয়ামী লীগ থেকে ছাড় দেওয়া হবে না।’ ইতোমধ্যেই তাঁকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
সাবেক এমপি ডা. মুরাদ হাসান বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। উপজেলা আওয়ামী লীগ আমাকে অব্যাহতি দেওয়ার কোন অধিকার নেই। মারুফ আমারই কর্মী ছিল; হাসপাতালে থাকাকালীন আমিই তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছি। আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলার জন্য দলীয় প্রতিপক্ষরা নোংরা রাজনীতি করছেন।
ওসি রেজাউল ইসলাম খান জানিয়েছে, উপজেলা আওয়ামী লীগ ও ডা. মুরাদ এমপি’র পক্ষে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি